Tuesday, January 31, 2017

একটি সাফাইকর্মীর লাশ =================== - ফিরোজ আখতার ====================== ম্যানহোলের মধ্যে থেকে – সবেমাত্র বের করে আনা হয়েছে, একটি সাফাইকর্মীর মৃতদেহ । বিষাক্ত গ্যাসে নীল হয়ে আসা একটি লাশ…। সর্বাঙ্গে পাঁকমাখা, দুর্গন্ধযুক্ত একটি লাশ… । চোখদুটি যেন ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে, আর, নীল জিভটা খানিক বেরিয়ে আছে । লাশটি কয়েকঘন্টা আগেও ছিল একটা জলজ্যান্ত সাফাইকর্মী- একটা জলজ্যান্ত স্বামী, একটা জলজ্যান্ত বাপ – আর, জলজ্যান্ত ছেলেও বটে । ম্যানহোলে নামার আগে সহকর্মী বন্ধুদের সাথে তামাশা করেছিল সে – আর একদলা খৈনি মুখে নিয়ে নিয়ে ঝুপ করে নেমে গেছিলো একগলা পাঁকে… সঙ্গে ছিল একটা দড়িবাঁধা বালতি… বালতি দিয়ে তুলে তুলে দিচ্ছিল আমার-আপনার প্রতিদিনের জমা করা পাঁক । নর্দমার সুরঙ্গদেহে কোথায় যেন জমেছিল বিষাক্ত প্রাণঘাতী গ্যাস, কুণ্ডলী পাকানো সাপের মতো… গ্যাসটি শ্বাসের সঙ্গে যখন রক্তে মিশে গেল – ছটফট করেছিলো একদা লাশ হয়ে যাওয়া সাফাইকর্মীটি, ছটফট করেছিলো মৃত্যুর আলিঙ্গন ভেঙে বেরোনোর জন্য, কিন্তু পা বসে গেছিলো আমার-আপনার জমা করা পাঁকে… স্বরযন্ত্র বিশ্বাসঘাতকতা করেছিলো শেষমুহুর্তে । আসন্ন মৃত্যকে দেখতে পেয়ে তাই চোখ ঠিকরে বেরিয়ে এসেছিল তার…

No comments:

Post a Comment