এলো বসন্ত
সীমা সাহা
ফাগুনের স্নিগ্ধ প্রভাতে -
দক্ষিনা বাতাসে মন করে আনচান।
শীতের শেষে বসন্তের হাওয়ায়
গাছে গাছে কচি পাতার রঙ
প্রকৃতিতে দেয় ছড়িয়ে ।
পলাশ শিমুল যেনো লাল ছাতা মেলে ধরেছে।
বাহারি ফুলের রঙে
প্রকৃতি হলো রঙিন।
কোকিলা ডেকে মরে
মনের আবেগে ।
গোপন প্রেম যেনো জেগে ওঠে মনের কোণে।
আমের বনে অলি ছোটে
ব্যাকুল হয়ে ।
বাউল কন্ঠে শোনা যায় বসন্তের গান।
বন বাগানে মাদুরের তালে
মহুয়ার নেশায় কোমর দোলায়
ঐ আদিবাসীর দল।
চারিদিক সব যেনো এলোমেলো ।
দেবতারাও ছড়িয়ে দেয়
আবিরের রঙ।
সেই রঙে স্নান করার
মনে জাগে সাধ।
মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা
'আনন্দ বসন্ত সমাগমে....`
No comments:
Post a Comment