বসন্ত জ্বর
চন্দ্রানী চৌধুরী
বসন্তের মাতাল হাওয়ায় ঝুঁকে পড়েছে পলাশের বন
মেঠো পথ জুড়ে শিমুলের রাঙা আলো
মন জুড়ে তবু হারাই হারাই ডাক
কাকে খুঁজি কেন খুঁজি জানি না কি যে হারালো ।
ফাগুন আগুনে বুঝি জ্বলে যায় মন প্রাণ
বসন্ত ডাকে মুঠো মুঠো রঙে রাঙাতে
হৃদপিন্ডের বাঁয়ে শুধু এক চিনচিনে ব্যথা
মন খারাপের গান ছড়িয়েছে আজ হাওয়াতে ।
দূরে ঐ ডাক দিয়ে যায় সন্ধ্যে পাখির ঝাঁক
ওলট পালট বিকেল হৃদয় জুড়ে
আড়মোড়া ভেঙে জাগে উচাটন মন
বসন্ত জ্বর কেন যে কাঁপায় বুকের গভীরে....
মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা
'আনন্দ বসন্ত সমাগমে....`
No comments:
Post a Comment