আজকের নারী
বেলা দে
দেশজুড়ে নানাভাবে পালিত হচ্ছে নারীদিবস।এই আবহে আমিও আছি সমস্ত নারীর খুব কাছাকাছি দায়িত্ববোধের গভীরতা থেকে নারীর অন্তরে জন্ম নেয় অপরীসীম শক্তি। প্রাচীন কাল থেকে কর্তব্যপরায়ণতার দৃষ্টান্ত বহনকারী বহু নারী ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ, রাণী রাসমনি,অহল্যাবাঈ,ভগিনী নিবেদিতা, আরও অনেকে। পরিবারের পাঠশালার মা হচ্ছেন প্রথমধাপ,পারিবারিক জীবনের মূল্যবোধের উপর স্থাপিত হয় নারীজীবনের অন্তরঙ্গতা। নারী অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এই প্রজন্মের বয়:সন্ধীর কিশোর কিশোরী অবাধ স্বাধীনতা শালীনতার সীমা ছিঁড়ে উগ্র আধুনিকতার পিছনে ছুটে ডুবে যাচ্ছেন পুতিগন্ধময় নরকে। অন্যদিকে দেখলে আজকের চাকুরিজীবী নারী একইসাথে ঘরে বাইরে সামাল দিয়েও সন্তানের লেখাপড়ার দিকে সমান মনযোগী। তার একটা বড় কারণ নারী আজ অশিক্ষিত নেই বললেই চলে বরং পুরুষের চাইতে অনেক ক্ষেত্রে নারী আজ এগিয়ে, বিশেষত আই,টি সেক্টর এর মত জায়গায় পুরুষের চাইতে নারীর সংখা অনেক বেশি।মোটকথা পুরুষের সাথে সমান দক্ষতার নিজের একটা জায়গা করে নিয়েছে। আর একটা বড় কারণ নারী পুরুষ উভয়ই চাকুরী করলে সংসারে যাপনে একটু বেশি সচ্ছলতা আনে, প্রাআজ দেশজুড়ে পালিত হচ্ছে নানাভাবে আনুষ্ঠানিক নারী দিবস পালন, এই আবহে আমিও আছিসমস্ত নারীর খুব কাছাকাছি।
দায়িত্ব বোধের গভীরতা থেকে নারীর অন্তরে জন্ম নেয় অপরিসীম শক্তি।প্রাচীনকাল থেকে কর্তব্যপরায়ণতার দৃষ্টান্ত বহন করে আছে ঝাসীর রানী লক্ষীবাই,রানী রাসমনি,অহল্যাবাই ও ভগিনী নিবেদিতার মত তুলনাহীন সক্রিয় কর্মনিষ্ঠ নারী সত্বা। পারিবারিক জীবনের মূল্যবোধ এর উপর স্থাপিত হয় নারীজীবনে অন্তরঙ্গতা। পরিবাররূপী পাঠশালায় মা হচ্ছেন শিক্ষার প্রথম ধাপ।
মধ্যযুগীয় বর্বরতার পর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অবাধ স্বাধীনতায় এ প্রজন্মের নারীকে প্রতি পদে পদে সমুহ বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। বয়:সন্ধির কিশোরী, এমনকী পূর্ণবয়স্কাও শালীনতার সীমা ছিঁড়ে উগ্র আধুনিকতার পিছনে ছুটে ডুবে যাচ্ছে পুতিগন্ধময় আস্তাকুড়ে।
এমন একটা দিনে আমার আলোচ্য বক্তব্য কারও মনে যদি কষ্টের সঞ্চার হয়ে থাকে যথেষ্ট সচেতন ও শিক্ষিতা নারীকে বুঝতে হবে অন্যায় ধরিয়ে দেওয়া দোষের নয়।এক নারীর অপমান মানে সমষ্টির।সহজভাবে মেনে নিলে জীবন সুন্দর হয়ে উঠবেই। প্রাচীন হিন্দুত্ববাদের ব্যাখ্যায় পুরুষ নারীর ভাগ্যবিধাতা, এই ভ্রান্ত ধারণা থেকে মুক্তি আলো দেখান দুই মানবিক সত্বা রামমোহন রায় এবং বিদ্যাসাগর।
আজ তাই নারী পেয়েছে মস্ত এক আকাশ যা ছিল একদিন চিলেকোঠার পর্দায় ঢাকা।
No comments:
Post a Comment