Saturday, March 4, 2023


পাড়ার কোকিল

অলকানন্দা দে


ভিতরে ভিতরে এই প্রবল বিশ্বাস

এখনো প্রকৃতি আছে, এখনো বসন্ত পার্কে ছাতে গাছে বারান্দায় জানালার সামনে সংসার পাতে!

কোকিলটা আশাবাদী! সব ভুলে বেঁচে থাকে প্রকৃতির টানে!

শুনি মন্দ ছাপিয়ে ভালোর ডাক অন্তরাল থেকে!

কিসের এত আশা ওর বুঝি না।

বুড়ো বটগাছ নেই দিগ্বিদিক ছোটা হাওয়া নেই

কেবল হাতুড়ির শব্দ বাজে, শূন্য করে দেয় মনটাকে!

তবু কোকিলটা ডাকে আকণ্ঠ প্রেম গিলে!

বলি, এই দালাল সাম্রাজ্যে যেখানে নির্মিতিমালার শিউরে ওঠা সভ্যতা রোদ্দুর মেরে শূন্যে একা সাঁতার কাটে, সেখানে সব খুইয়ে এত নির্ভুল সুর তুই কোথায় পাস্!

নাকি এ গতজন্মের ডাক। এসে পৌঁছল এই বেলা ক্যালেন্ডারের ফাল্গুনে।

কোকিলটা কোনো মন্তব্য করে না

ডেকে যায় একাগ্র চিত্তে।


সে কি পাখি, কেবলই পাখি?

শুধু ডেকে মরে দিন-দুপুরের অন্ধকারে!

হয়তো না, সে তোমার-আমার সুখের শব্দ! ভাবনাবিহীন চিত্তে ষোলআনা খাঁটি আদ্যন্ত সত্য সুর!

সাদা-কালো পাথুরে দেওয়াল, তবু মানুষের মনে ফুল ফোটে, কোকিল ডাকে!

অন্ধকার ঠেলে বেরোতে চায় স্বপ্নের চারা

অভ্রকুচি রোদ্দুরে সুন্দর একটা সকাল সমস্ত অসুখকে ছত্রখান করে ফোটে!

স্বপ্ন! স্বপ্নই তো শেষকথা দগ্ধ মনভূমির সূর্যদয়ে!



মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা 

'আনন্দ বসন্ত সমাগমে....`

No comments:

Post a Comment