বসন্তে
সুনন্দ মন্ডল
আকাশ মাখে বসন্ত আজ
আমরা মাখি আবির।
খুশির জোয়ার সকল দ্বারে
শিশু-বুড়ো হাজির।
বসন্তের আগম প্রকৃতি রাজ্যে
হিল্লোল বয় গাছে।
ফুল আর ফলের গন্ধ ছোটে
দূরে কিংবা কাছে।
পাখির ডাকে ভরল জগৎ
লাগল খুশির ধুম।
রং ও রেখায় জাগল প্রেম
উড়ল উষ্ণ চুম।
মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা
'আনন্দ বসন্ত সমাগমে....`
No comments:
Post a Comment