।। পাঠ প্রতিক্রিয়া।।
হলুদ প্রজাপতি: সুজাতা কর
এই মুহূর্তে বাংলায় গদ্য, আরও নির্দিষ্ট করে বলতে গেলে ছোটগল্প, লিখছেন খুব কম সংখ্যক লেখক। তাই সুজাতা করের 'হলুদ প্রজাপতি' গ্রন্থটিকে আলাদা মূল্য দিতেই হচ্ছে।
`দিবারাত্রির কাব্য` থেকে প্রকাশিত গ্রন্থটিতে মোট ২০টি গল্প স্থান পেয়েছে। প্রকাশনা সংস্থার পক্ষে প্রকাশক আফিক ফুয়াদ জানাচ্ছেন, `সুজাতা করের পৈতৃক আবাদ জলপাইগুড়ি শহর। এবং তাঁর জন্ম কলকাতায় হলেও শৈশব-কৈশোর ও স্কুল-কলেজ জীবন কেটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ফালাকাটা ও কোচবিহারে। তারপর বিবাহের পর চোদ্দ বছর জামশেদপুর, পূর্ণিয়া ও পাটনা ও বিগত এক দশকেরও বেশি সময় কলকাতায়। বিচিত্র জীবন ও মানুষ দেখার অভিজ্ঞতা সুজাতার।'
এই বিচিত্র জীবন ও মানুষ সুজাতার গল্পে বেশ ভালো ভাবে ফুটে উঠেছে। তাঁর গল্পে অতি সাধারণ গৃহবধূ থেকে সংসার ত্যাগী সন্ন্যাসী যেমন ঠাঁই পেয়েছে, তেমনি প্রেমে প্রত্যাখ্যাত কলেজ ছাত্রী তন্বী থেকে স্বামীর ভালবাসা না পাওয়া বয়স্কা মহিলাও রয়েছেন। রয়েছেন সেইসব প্রবল পুরুষ যাদের কাছে পুরুষত্বের সংজ্ঞা মানে প্রতাপ প্রদর্শন। রয়েছে অতি সংবেদনশীল মনের আধুনিক পুরুষও। চরিত্রগুলির বর্ণময়তা নিঃসন্দেহে সুজাতার গল্পগুলিকে অন্য মাত্রা দিয়েছে। তবে নারী মনের অন্তর্লীন বেদনা ও প্রকাশকে খুব ভালভাবে ধরেছেন গল্পকার। বহু চরিত্রের সঙ্গে পাঠক নিজের মিল খুঁজে পান বলে তাদের সঙ্গে একাত্মবোধ করেন। এখানেই গল্পকার হিসেবে সুজাতা সার্থক। তাঁর গল্পের চরিত্রগুলিকে কখনই অচেনা মনে হয় না। আমাদের গতানুগতিক জীবনের প্রতিটি মুহূর্তে এই মানুষগুলি আমাদের সঙ্গেই থাকেন। একজন দক্ষ গল্পকার হিসেবে তাদেরকে উপস্থাপিত করা সুজাতার কৃতিত্ব।
`হলুদ প্রজাপতি` ছোটগল্পগ্রন্থের গল্পগুলির বিষয় আপাতভাবে অনেক সময় সাধারণ মনে হতে পারে। কিন্তু সাধারণ বিষয়কে উপস্থাপন করা আসলে কঠিন। এটা গল্পকার মাত্রেই জানেন। এক্ষেত্রেও সুজাতা সফল। আরোপিত চমক সৃষ্টির প্রয়াস তাঁর গল্পে নেই। বরং নৈর্ব্যক্তিক কথন গল্পগুলির ইউএসপি। তার সঙ্গে গল্পের পটভূমি হিসেবে যোগ হয়েছে ফালাকাটা কোচবিহার থেকে শুরু করে মহানগর বা প্রবাস। ফলে গল্পগুলি অন্য মাত্রা পেয়েছে। সুজাতার গল্পের আরও একটি বৈশিষ্ট্য হল, গল্পগুলিতে ঠিক যতটা দরকার ততটাই বলা হয়েছে। অধিক কথা বলে গল্পের মাধুর্য্য নষ্ট করা হয়নি। ফলে পাঠের আনন্দ পাওয়া যায়। একঘেয়ে লাগে না। গ্রন্থের প্রথম গল্প `সৌম্যবতীর উপখ্যান` থেকে পড়ার যে আগ্রহ তৈরি হয়, তা শেষ গল্প `সুমেধা` পর্যন্ত একইরকম থাকে। ছোট গল্পকারের কৃতিত্ব এটিই- পাঠককে টানা পড়তে বাধ্য করা। সুজাতা এখানেও সফল। আলাদা করে উল্লেখ করব `গোধূলি বেলায়`, `হলুদ প্রজাপতি`, `নীল ভ্রমর`, `খিদে` ইত্যাদি গল্পের।
গ্রন্থের পাতা, মুদ্রণ ভাল। ফয়সল অরফিয়াসের প্রচ্ছদ মানানসই। একজন গল্পকারের কাছে মোটমুটি যা আশা করা যায় এই গ্রন্থে সেটি রয়েছে। প্রথম গল্পগ্রন্থ হিসেবে `হলুদ প্রজাপতি` প্রত্যাশার মাত্রা বাড়িয়ে তুলবে সেটা নিশ্চিন্তে বলতে পারি।
(মুজনাই সাহিত্য সংস্থার পক্ষে আলোচক: শৌভিক রায়)
No comments:
Post a Comment