বসন্ত
অঞ্জলি দেনন্দী
ফুরফুরে হাওয়া বয়।
কৃষ্ণচূড়া, রাধাচূড়ার রঙিন হাসি।
কুহু কুহু কুহু - কোকিল গায়।
ওরে! দোল খেল - দোলা হৃদয়!
আলিঙ্গনে প্রেমী বল, 'ভালোবাসি!'
বল, "শ্রীরাধামাধবেরর জয়!"
মুকুলের রেণু লাগে অলির পা'য়।
সাগরের টানে নদী কুলুকুলু ধায়।
তারই বুকে সুখে মাঝি তরী বায়।
আকাশের অনন্ত কোলে
আনন্দে সূর্য, আদরে দোলে।
টিয়ার ছানারা - যত্নে আছে,
স্নেহময়ী মায়ের কাছে।
বাসা তার উঁচু গাছে।
বাসন্তী পূজো - ঢাকি বাদ্য বাজায়।
ভক্ত যত নৈবেদ্য সাজায়,
তাজা তাজা তাজা ফল কাটে।
চরকের মেলা - গাঁয়ের মাঠে।
গাজনোৎসবে, দলে দলে চলে সকলে।
তারা বলে, "বোম ভোলে!"
বসন্ত ঋতুরাজ।
চির নব তার সাজ।
শিরে তার খুশির তাজ।
মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা
'আনন্দ বসন্ত সমাগনে...`
No comments:
Post a Comment