রাঙিয়ে দিয়ে যাও!
দেবদত্তা বিশ্বাস
বামনহাট ইন্টারসিটি তখন হুহু করে ছুটছে তিস্তাব্রীজের উপর দিয়ে।সাঁঝবাতির রূপকথারা ঠিক গল্প হয়ে নেমে আসার আগের গোধূলি বেলায় আকাশ আজ পলাশ রঙে সেজেছে।রংয়ের আভায় আলোকিত ট্রেনের জানালার ধারে মুখোমুখি বসা দুই পিতার মুখ।সারাদিনের ব্যস্ততা শেষে থলে ভরে আজ খুশি নিয়ে ফিরছে ওরা সন্তানদের জন্য।
চাকুরিজীবী বাবার থলেতে লাল, হলুদ,সবুজ আবীরের ছড়াছড়ি।সাথে আছে রঙিন মিষ্টি।কাল যে হোলি।হকার বাবা থলি খুলে আরও একবার হিসেব মিলিয়ে নেয়।গাজর ,বরবটি, সীম,ফুলকপি, বাঁধাকপি।আজ থলে ভরা কত কি রঙিন মরশুমি সবজি!সাথে অল্প আঙুর আর আপেল।থলে দুটোর মুখ জোরে কষে বাঁধে দুই পিতা।পরস্পরের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসে।রং সবার জন্য।হ্যাঁ আজ বসন্ত!
মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা
'আনন্দ বসন্ত সমাগমে....`
No comments:
Post a Comment