মুজনাই
অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১
ক্রোড়পত্র
মা অন্তর জুড়ে
মজনু মিয়া
দুঃখ কষ্ট সয়ে মায়ে জন্ম দিয়ে ধরায়
ধন্য তিনি ধন্য আমি হিসাব কড়ায় কড়ায়।
দুগ্ধ পানে ক্ষুধা মেটায় লালন পালন করে
মানুষ রূপে মা জননী তুলেন আমায় গড়ে।
মায়ের পায়ের নিচে মিলে স্বর্গ আমার জানি
মায়ের আদেশ নিষেধ তাই তো সদা মানি।
ল্যাংড়া খুঁড়া পাগল বোবা হলে সন্তান কানা
মায়ে রাখে বুকে তুলে ফেলে তারে দেয় না।
সন্তানের দুঃখ কষ্ট মায়ে মুখ দেখেই বোঝে
কোথাও গেলে মায়ে সন্তান চোখে চোখে খোঁজে।
মা কে যেনো আমরা রাখি সেবা যতন দিয়ে
কটু কথা না বলি যেন্ মা কে কভু নিয়ে।
No comments:
Post a Comment