Thursday, May 2, 2024


 

মুনা 

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১


রঙ-বেরঙ
ছন্দা পাল


শাল্মলী বৃক্ষ তলে রয়েছে ছড়ানো--
হাজারো ফুল -দল যেন  গালিচা বিছানো।
লালে লাল রঙে বসন্ত সেজেছে, কিংশুক
আর কৃষ্ণচূড়া শাখে শাখে 
লালিমা ছড়াতেছে!
দারুণ "বসন্ত"--এসেছে দুয়ারে,
চেয়ে দেখো কতটা রক্তিম হয়ে
কড়া নাড়ে।
এমনি রঙিন যদি হতো সব কিছু---
ক্ষতি তো হতো না কোনো কারোর কিছু!
তবু হায়! অনাদরে কতো জনের জীবনের রঙ অকালে মুছে যায়।
এভাবেই কতো সুর তাল, জানি না কেন যেন কেটে কেটে যায়,সহসা ঝরে যায়!!

No comments:

Post a Comment