মুজনাই
অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১
ক্রোড়পত্র
মা
রবিনা সরকার
ঘুমের মাঝে আতকে উঠে,
হাতরে বেড়াই তোমায়,
যে কোলে তে রেখে মাথা
পেরিয়ে যেতো সময়।
আকাশ জুড়ে আধার এলে,
আটকে গেলে জীবন পথে,
মুখ লুকিয়ে মায়ের বুকে
শান্তি নিতাম খুঁজে।
হঠাৎ করেই অভিশপ্ত রাত
তোমায় ছিনিয়ে নিলো,
সারাজীবনের এক শূন্যতা
আমার ঘরে এলো।
তোমায় ছাড়া শূন্য সবই,
প্রাপ্তির ঝুলিতে যতকিছুই পাই।
সেই স্পর্শ, সেই স্বর,
মায়ের আঁচল আবার ফিরে পেতে চাই।
No comments:
Post a Comment