ভাবনা
পিতা.........
ভূমিকা ঘোষ
শুরুতেই আমরা বলতে পারি যে মা আমাদের জন্ম দিয়েছে কিন্তু যে দিনের পর দিন কঠিন পরিশ্রম করে আমাদের পালন করেছে তিনি হলেন বাবা। ক্লান্ত শরীরের সন্তানের সফলতা তার চোখে এটা তো সকলে বাবা মাদের আশা যে তার সন্তান নিজে পায়ে দাঁড়ায় অর্থাৎ জীবনের সফল হয় কিন্তু আমার জীবনে বাবা বলতে পিতার অবদান অনেক আমি যখন ছোট ছিলাম তখন বাবা বলতো আমার ছোট মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাবে তারপর আমি যখন স্কুলে যাওয়া শুরু করলাম তখন বাবা বলছিল ছোট ছোট পায় হাঁটতে হাঁটতে স্কুলে যাবে তারপর যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমি ব বাবার আর্থিক খরচ বলতে বাবার সামর্থ থেকে একটি টিচার ঠিক করি পড়ার জন্য সেটি বাবা হাসিমুখে মেনে নিয়েছিল বাড়ির মধ্যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে আমার বাবা সেই ঝড় জলে বাবা আমাকে পড়তে নিয়ে যেত আমার জীবনে বাবার গুরুত্ব সবচেয়ে মূল্যবান...।
No comments:
Post a Comment