মাতৃভাষার ঋণ
অর্পিতা মুখার্জী
কত সহজে আজ বিস্মৃত সমাজ
শহীদদের রক্ত ঝরা দিনের কথা,
কত স্বপ্ন, আশা, প্রাণের বলিদানে পাওয়া
মোদের মাতৃভাষার স্বাধীনতা।
কত রক্তে রাঙানো মায়ের কোল
অশ্রু শুকিয়ে পাথর দু-চোখ,
নিষ্ঠুর জাতি তা বুঝল না হায়!
করেছে সোনার দেশের সম্পদ ভোগ।
শিরায় বইছে বাংলার স্রোত
মনে সোনালী গর্ব, আশার দিন,
ভালোবাসার মাতৃভাষার কাছে
থেকে যাবে মোদের চিরঋণ।
No comments:
Post a Comment