Tuesday, March 4, 2025


 


পথিক ও প্রেম কাব্য 

মজনু মিয়া 


হাঁটতে পথে পথ চলে যায় মনের ঘরে 
ঘর পালিয়ে সুখ কুড়ানোর স্বপ্ন ধরে
আকাশ পানে ছেড়ে দিলাম পায়রা সুখে
বাতাস হয়ে ফিরে এলো পথের বুকে।

পথিক গিয়ে প্রেম নিবেদন করে সম্মুখে 
প্রেমিকা তার পথ ধরে হেঁটে চলে পথ বুকে
পথিক কাঁধে ব্যাগ খাতা কলম দিয়ে লেখে
পথিক ও প্রেম কাব্য পথ নদী এঁকে বেঁকে। 

No comments:

Post a Comment