মা তোমায়
অভিজিৎ সেন
অন্ধকারে রেখে
আর এক অন্ধকারে পা বাড়িয়ে দিলাম
আমার শৈশব
আমার উঠোন
নদী নৌকা মাঝি ভোরের আযান
মন্দিরের ঘন্টাধ্বনি নদীর বুকে উথাল পাথাল সাঁতার
বিন্নি ধান ছোট ছোট ডিঙি
মন ভালো করা সেই সবুজ মাঠ
একুশে ফেব্রুয়ারিতে প্রাণ খুলে গান
এ যাবৎ জড়ো হওয়া সমস্ত স্মৃতি
একটি ঝড়েই সব উড়ে গেলো...
সমস্ত সম্পর্কেরা, আর আমি
অন্ধকারে মিলিয়ে চলেছি একটু একটু করে...
আমার ভালোলাগা আবেগ গুলো সরে যাচ্ছে একটু একটু করে দূরে.....
নাড়ি ছেড়ার যন্ত্রণা টের পেলাম অন্ধকারে.....
পালিয়ে যেতে হবে হাজার হাজার মাইল দূরে
না হলে, লাশ হয়ে ভেসে যেতে হবে....
ফতোয়ার কোন ধর্ম হয় না !
সন্ত্রাসের চোখে বিবেক থাকে ঘুমিয়ে !
আবারও ভোর হবে....
সবাই সবার নিজস্ব পৃথিবীতে যাবে নিজের ছন্দে
শুধু আমার পৃথিবী যাবে বদলে
উদ্বাস্তুর পায়ের তলায় সর্ষে পড়ে থাকে আজীবন....
No comments:
Post a Comment