উদয়াস্ত
আশুতোষ বর্মন
লিখতে গেলেই আজকাল বাণী হয়ে যায়
যে নির্জন নদীতটে বসে লিখি আমি
সেখানে শব্দ খুঁজলে জানি না কবিতা পাবে কিনা।
তবু আসবে কি কাছে ? ফেলে যাবে না তো আসবার পর?
ফেলে গেলে যাবেই বা ।
যেও, চোখের জল যেমন করে যায়,
চোখকে যেও না বলে-- ‘যাচ্ছি তবে’;
এখানে শব্দ আমার পছন্দ নয়।
বাণীর উদয়রাগ লিখলেই ---
কুমায়ুন পাহাড় যেন ঢেকে যায় এক ঘন নীল শাড়িতে ।
বৃথাই অস্তরাগে জড়াতে চাইছে তা আষ্টেপৃষ্ঠে বারবার।
যাবে বলেই যদি এসে থাকো ওই শাড়ি পড়ে এসো না অন্ততঃ
কি পড়ে আসবে তবে ? উঃ এত বলতে পারবো না।
No comments:
Post a Comment