Tuesday, March 4, 2025


 

অভিমানী বসন্ত 
আকাশলীনা ঢোল 

দমবন্ধ করা গুমোট একটা ভাব,
কেমন যেন শ্বাসরোধ করা পরিস্থিতি,
কখনও বা আংশিক মেঘলা আকাশ 
আর তারই সঙ্গে কোকিলের 
একটানা ক্লান্তির ডাক।
রঙিন বসন্তের বুকের ভেতর বুঝি 
জমাট বেঁধেছে তীব্র অভিমান -
তাই, তার চোখ কখনও 
শিমূল -পলাশ রঙে রক্তিম,
আবার কখনও চোখ ফেঁটে আসছে 
জল, ঝরে পড়ছে বৃষ্টিদানা হয়ে।
বসন্তটা বড্ড অভিমানী,
আঁচড় দিয়ে ক্ষত সৃষ্টি করে 
নিজেরই অস্হি - মজ্জায়, 
অকালে ডেকে আনে শ্রাবণ, সহসা 
শিলাবৃষ্টি ধ্বংস করে সদ্য 
ফোটা মঞ্জরী -
রঙিন দিনগুলো কেমন ধূসর -তামাটে 
বর্ণের হয়ে যায়, 
তবু যেন, বসন্তের অভিমান কমে না,
দুচোখ জুড়ে তার কেবল 
নিকষ কালো মেঘ,
যে মেঘ, জীবনের বসন্তেও বয়ে আনে 
শ্রাবণের সন্ধ্যা।

No comments:

Post a Comment