Tuesday, March 4, 2025


 

সে পৃথিবী অনন্ত বসন্তের হবে
             তন্ময় ধর


এটুকুই

দূরতম কল্পনাতেও না-থাকা আলো 
         অসংখ্য অসীমে 
রেখে যাচ্ছে এই ক্ষণিক কালের ফুল

এই আয়ুরঙের
প্রাকৃত অস্বীকারে বিগলিত বাস্তবতাই মায়া 

প্রতিটি নি:শ্বাসে আমি তোমার ঘ্রাণনিমগ্ন অপরাধ হই

যা ছিলই না কখনো,
ঘ্রাণের প্রতিনৈ:শব্দ‍্য থেকে 
  তার চরম ইতিহাস খোঁজো কেন?

বিশীর্ণ কুসুম, 
   বাতিল করো অর্ধেক বাক‍্যের উন্মাদনা

No comments:

Post a Comment