Tuesday, March 4, 2025


 

অভিলাষী বসন্ত 

প্রাণেশ পাল 

দিগন্ত বিস্তৃত অনন্ত পথ জুড়ে
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া,
নৈসর্গিক লাল গালিচা !

চির নবীন বসন্ত জাগে মনে,
তামসিক ফাগুন, বিষাদ-গ্রস্থ প্রকৃতি,
অক্ষাংশ, দ্রাঘিমাংশ জুড়ে রক্তের হোলি,
দেশ, জাতি, মানুষ, সময়,
ভেসে যায় পলাশের রঙে !

আদিগন্ত আলপথ জুড়ে
অভিলাষী বসন্ত ------
প্রকৃতির ক্যানভাসে হোলি
স্বপ্ন দেখি ------
সাদা রঙে রাঙানো
অনন্ত রঙিন বসন্ত !

No comments:

Post a Comment