Tuesday, March 4, 2025


 

নিভৃত সন্ধ্যায় 

অমিতাভ চক্রবর্ত্তী 


বর্ষায় ভরন্ত ছিল 
এরপর পেরিয়ে গেছে এক এক করে 
শরৎ ,হেমন্ত, শীত। 
আজ নদীটির বুকে শুধু 
জেগে আছে বালি 

হেমন্তের এক নিভৃত সন্ধ্যায় 
সে আমায় ডেকেছিল, 
ডেকে বুক খুলে দেখিয়েছিল ,
কত কষ্টে স্রোতস্বিনী,
একপাশে বয়ে যায় ক্ষীণধারা নিয়ে 
আর বাকি শুধু জেগে থাকা 
বেলাভূমি অনাবৃত।।

No comments:

Post a Comment