কালশিটে দাগ
মহঃ সানোয়ার
কুয়াশার বুকে ঝলমলে রোদ্দুর,
সাভানা তৃণভূমির সেঁতসেঁতে মেঝে
বিষণ্ণতায় ঘেরা গাঢ় অন্ধকার।
পত্র মোচনে ঝরে যাওয়া
পাতাদের অবচেতন হয়ে
পড়ে থাকা;
শুধু ঋতু বদলের বহিঃ প্রকাশ ।
পরগাছা উদ্ভিদ, ক্যাকটাস
পাইনের এঁবড়ো খেঁবড়ো ত্বক,
আলোকবর্ষ দূরে সমুদ্র সৈকত।
পশ্চিমী ঝঞ্জা, মৌসুমী বায়ু;
নৌকার মাস্তুল ছুঁলে; উঠে আসে-
স্মৃতি চাপা ভাবনার অবসাদ।
শিলালিপি ক্ষয়ে ক্ষয়ে উন্মাদ জাগে,
সুদূর পাহাড়ে বঞ্চিত রোদ্দুর,
সমতলে ভাসমান আলো।
হিমেল হাওয়া, জানালার কাঁচ,
মুছে গেছে স্মৃতি,
রয়ে গেছে শুধু
পিঠের কালশিটে ছাপ।।
No comments:
Post a Comment