দেখা শোনা
নূপুর রায়
চোখ রয়েছে দেখার জন্য
শোনার জন্য কান
চলার জন্য পা দিয়েছে
কাজের (জন্য)হাত দুখান!
সহ্য করতে শরীর আছে
রক্ত মাংসে গড়া
ধারণ করতে মজ্জা আছে
অসীম শক্তি ভরা।
কঠিন কিংম্বা কোমল এক মন
সবার থাকে বটে
ভালো মন্দ বিচার করা
থাকেনা সব ঘটে।
দিনের শেষে তাইতো কেউবা
হারের আগে হারে
সরলতার জায়গা নেই আর
মরার আগে মারে।
এবার থেকে সজাগ থেকে
খোলা রাখি চোখ কান
মস্তিষ্কের কাজ সচল রেখে
অটল থাকুক তাঁর মান।
No comments:
Post a Comment