বিশ্ব দিবসে
মাথুর দাস
বিশ্ব দিবসে নিঃস্ব কবিতা
থোড়-বড়ি-খাড়া শব্দে,
লিখছে মানুষ অং বং চং
জং-ধরা শত অব্দে ।
সংজ্ঞা-ই নেই কবিতার কোনও
এখনও সর্বগ্রাহ্য,
তাকে নিয়ে চলে তবু বাড়াবাড়ি
জল্পনা এহ বাহ্য ।
কাল জয়টয় শেষ হয়হয়
রূপ নয়ছয় কবিতার,
গদ্যের কাছে নত অবয়ব
বড় অকরুণ ছবি তার ।
No comments:
Post a Comment