আ -মরি
জয়তী ব্যানার্জী
মোদের গরব মোদের আশা
আ -মরি বাংলা ভাষা,
আমরা মোরা আধুনিক
ভাবখানা মোর বিলেত ফেরত,
নাইবা জানি ই ঈ!
ভুলে গেছি প্রানের ভাষা
মিশে গেছি ওই ধুলিতে -
বলি না আমরা
আমরা যে বাঙালি ।
জানিনা আমরা
আম কলা পেয়ারার নাম ;
জানি শুধু,
ইংরেজির কচকচানি !
তৃপ্তি সুখে বলে উঠি :
বাংলা বড় কঠিন ।
পিসি মাসি খুড়ি জেঠি
সেসব পাঠ চুখেছে যে
অনেক কাল আগেই ।
দিদিমণি মাস্টারমশাইরা
হারিয়ে গিয়েছে শাড়ি ধুতির অন্তরালে ,
তবুও আমরা পালন করি
উৎসব, বাংলা ভাষার উৎসব __
২১শে ফেব্রুয়ারি!
রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ
গীতবিতান সঞ্চিতা আর সঞ্চয়িতা ,
সবই যেন ওঠে জেগে
তবে সে ক্ষণিকের তরে ;
হারিয়ে যায় তা হাই-হ্যালোর জগতে ,
এক বছরের নামে সাঙ্গ হল পাঠ
আমরা যে জানি শুধু
বাংরেজির কাঠ।।
No comments:
Post a Comment