Tuesday, March 4, 2025


 

আকাশের তারা
মহসিন আলম মুহিন 

আকাশের তারারা জ্যোতির্ময়-
কত শত শত লক্ষ যোজন দূরে,
তবুও কেন যেন কাছে মনে হয়-
মনে হয় দূর নয়, অন্তঃপুরে।।

প্রিয়ার কপোলের কালো তিল-
রাতের জোনাকি পোকার আলো,
সাগরের ঢেউ তোলা ঝিলমিল,
সবটাই প্রেয়সীর মায়ায় ভালো।।

মেঘেরা এতো কালো পেলো কই-
নীল আকাশে, পাখিরা মেলে ডানা,
সবই প্রেমিকার, সবখানে যেন তুই
বাতাসের মৃদু ছন্দ, সুরের' ব্যঞ্জনা।।

No comments:

Post a Comment