প্রার্থনা
প্রতিভা পাল
প্রার্থনায় রাখি নৈঃশব্দ।
এত কোলাহল, এত ভিড় চারিদিক
স্বার্থ মিথ্যার দ্বন্দ্ব, ভুল সঠিক !
হারিয়ে যাওয়া নিজের জলছবি খুঁজি অবিরত।
প্রার্থনায় রাখি শূন্যমন।
এত দুঃখ, এত চাওয়া পাওয়ার অধিকার
প্রতিযোগিতা- হারানোর, জিতে যাওয়ার।
নিজেকে বোঝাই নিঃসীমতার ব্যাকরণ।
প্রার্থনায় আলোর মালায় গাঁথি
অভিযোগহীন অদৃশ্য সমর্পণ,
প্রতিনিয়ত.....
No comments:
Post a Comment