বলবো ভেবেছিলাম
চিত্রা পাল
বলবো ভেবেছিলাম, সেদিন যে চন্দ্রমল্লিকা গাছটা দিয়েছিলে
সেটাতে কুঁড়ি এসেছিলো, ফুটবে বলেওছিলো,কিন্তু,যাকগে
সে কথা। আমরা বেড়াতে গিয়েছিলাম,ওই যে সবুজ বনটায়
ওর ডালপালা জড়িয়ে ধরেছিলো,একেবারে তোমার মতো
তীব্র হয়ে, তারপরে সেদিন যে পাহাড়ি গাঁয়ে ছিলাম,রাতে
খুব বৃষ্টিতে, দীর্ণ হয়ে গিয়েছিলো, ক্ষেত,জমি,কেমন অন্ধকার
চোখহীন দৃষ্টির মতো,
সবই আছে বহমান ,তানপুরার তারে সুর মেলানোর
মতো, ভেবেছি সব বলবো তোমাকে যেদিন তুমি থাকবে শোনার মতো।।
No comments:
Post a Comment