Tuesday, March 4, 2025


 

প্রথম 

নির্মাল্য ঘোষ 

যেখানে আমার মাথা রাখার কথা ছিল
সেখানে আজ...
অন্য কারো মাথা।

জানি,তুমি না চাইলেও...
তোমার কাঁধ সে মাথার ভার
বহন করতে করতে ক্লান্ত। শ্রান্ত।

তবুও, জোকার সমাজের ভয়ে
আমাদের কত কিছুই না করতে হয়!!!


প্রথম প্রেম সামনে দিয়ে হেঁটে গেলেও
বুকে পাথর রেখে 
অস্পৃশ্য মনে করি।

No comments:

Post a Comment