Tuesday, March 4, 2025


 

মুনা 

অনলাইন ফাল্গুন  সংখ্যা ১৪৩১


সম্পাদকের কথা 

কবি বলেছিলেন, If winter comes can Spring be far behind? যেহেতু প্রশ্নটি হ্যাঁ-বাচক, উত্তরটি `না` হয়। অর্থাৎ বসন্ত দূরে থাকতে পারে না। কবির দুর্ভাগ্য, তাঁর জীবনকালে কাঙ্খিত বসন্ত আসেনি। আসলে, আমাদের কারও জীবনেই বসন্ত বোধহয় আসে না! আসে না বলেই এই দেশে পিষ্ট হয় সাধারণ মানুষ, তা সে অন্যের পায়ের তলায় পড়েই হোক কিংবা গাড়ির চাকায়! অথচ একটু শান্তির আশায়, ভাল থাকবার আশায় হাজার মাইল পাড়ি দিয়েও আমজনতা খোঁজে অধরা অমৃত। তবু বসন্ত আসে না। এক এক সময় মনে হয় কবিরা কি আদৌ সত্য দেখেন? সেই কবে উপনিষেদের কবি বলেছেন, `দুখানি চ, সুখানি চ চক্রবৎ পরিবর্তনে`।  আরও কয়েক হাজার বছর পেরিয়ে বাংলার শ্রেষ্ঠ কবিও বলেছেন, `মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে`। কিন্তু কোথায় আসে সুখ? কোথায় হাসে সূর্য? যত দিন যায়, যন্ত্রণাবিদ্ধ হয় মানুষ। সমাজ, সংস্কৃতি, রাজনীতি আজ এমন জায়গায় দাঁড়িয়ে যে বিশ্বাস উঠে যাচ্ছে সব কিছু থেকেই যেন! তাই ঋতু পরিবর্তনে বসন্ত দেখা দিলেও, বসন্ত  আসে না.......


মুনা 

অনলাইন ফাল্গুন  সংখ্যা ১৪৩১



রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com 

প্রকাশক- রীনা সাহা  

সম্পাদনা, প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়


এই সংখ্যায় আছেন যাঁরা


   পার্থ বন্দ্যোপাধ্যায়, অনিতা নাগ, বটু কৃষ্ণ হালদার,

শুভেন্দু নন্দী, মিষ্টু সরকার,  মাথুর দাস, 

 নির্মাল্য ঘোষ, চিত্র পাল, অমিতাভ চক্রবর্তী, 

তন্ময় ধরে, অভিজিৎ সেন, প্রাণেশ পাল, 

মহঃ সানোয়ার, আশুতোষ বর্মন, প্রতিভা পাল, 

আকাশলীনা ঢোল, অর্পিতা রায় আসোয়ার,  জয়তী ব্যানার্জী,  

 অর্পিতা মুখার্জী, নূপুর রায়, মজনু মিয়া,

মহসিন আলম মুহিন, চিত্রাক্ষী রায়


মুজনাই অনলাইন ফাল্গুন সংখ্যা ১৪৩১


        

No comments:

Post a Comment