ঐ চাঁদ
জয়দীপ বসু
তোমাকে দেখিনি আজ সারাদিন
তাই রাত গাঢ় হলে
তোমাকে খুঁজি প্রতিটি হরিনীর চোখে
রাত শেষে ক্ষুধার্ত বাঘের আঁচড়ে
নিহত তোমার দেহ পড়ে থাকে
বনঝোড়ার পাশে
এই দেহ নেবে না কোন ডোম
এখানেই এই নম্রতার সমাধিক্ষেত্র
সূর্যের তাপে শুনবে তোমার শরীরে
তোমাকে দাহ করবার অধিকারী একমাত্র নক্ষত্র
সৃষ্টির অপূর্ব রাগে সম্প্রদান করবে আবার
জীবন তোমাকে
এই নম্রতা প্রার্থীত জন্মগত অধিকার
কোন মাংসাশীর!
তোমাকে জলের গ্রীবায় দেখেছিল যারা
অথবা দেখেছিল প্রাচীন রাজার কাছে নারী সম্প্রদানে
তুমি ছিলে রক্ষিতা যুগে যুগে সুলতানের
ছিলে ধর্ষিতা নারী,মেঘের আস্তরণে
লজ্জা ঢেকেছ বারবার
পৃথিবী আর সূর্যের মাঝখানে
তুমি এক অনাবৃত যুবতী
একমাত্র জীবিত সাক্ষী তাজমহলের!
তুমি সাক্ষ্যী থেকেছ যুদ্ধ শেষে শায়িত সব নিথরতার
তুমিই ছিলে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া আসামীর শেষ প্রতিবাদ
তোমাকে পেয়েছে যারা জানেনি তোমাকে
প্রতিটি স্বপ্নের ভেতরে তুমি জ্বালো আলো
প্রতিটি সৃষ্টির তুমি বিচ্ছুরণ
তোমাকে সম্পূর্ণ জানা হয় নি বলেই
এখনও সভ্যতার শেষ লড়াই অপেক্ষমান!
No comments:
Post a Comment