লিটিল ম্যাগাজিন
ধনতেরাসে
মাথুর দাস
ধনতেরাসে ধন-তরাসে
লোক-দেখানো কী আর করি !
ধন, তোর আশে কাচের হীরে
নকল সোনায় ভাঁড়ার ভরি ।
এবং ঠকি বোকার মতোই,
টের পাই তা ক'দিন বাদে ;
যখন বেচি কিম্বা ভাঙাই
সব বরবাদ ভরণ খাদে ।
No comments:
Post a Comment