ভার্চুয়াল দ্বীপ
সম্পা পাল
অসহায় পৃথিবী হেডলাইন হয়ে এগিয়ে যাচ্ছে
আমি ভার্চুয়াল দ্বীপের জানালায় বসে
দুটো ,তিনটে কিংবা চারটে কবিতাই লিখতে পারছি
তারপর ঘুমিয়ে পড়ছি
ঘুমের মধ্যে জড়িয়ে যায় আমার অস্তিত্ব
বরাবরের মতো নিজেকে আড়াল করে নেই অক্ষরের আড়ালে
হয়তো অক্ষর প্রেমিকা হতে চাই একটি জীবনের
মোজেনাইন ফ্লোরে আমার নিঃশ্বাসটাই কখনো নদী মিশে যায় বেনামি মহাদেশে
যে নদীর নাম নেই
শুধু ঠিকান আছে ভার্চুয়াল পৃথিবীর নেমপ্লেটে....
No comments:
Post a Comment