ঠিক যেমন হারিয়ে যাচ্ছি আমি
সাত্যকি
রাস্তার পাশে ঘুমিয়ে রয়েছে ঘর
কিছু আসবার ধুলো ছেটানো
কিছু মুখ ছবির ভূমিকায়
তাদের শব্দ সংকট,স্বরহীন
কতকগুলো মুখ দর্শক ভূমিকায়
সামনে পথ মুহুর্মুহু ছুটছে গাড়ি
পাশের নরম জঙ্গল
ওখানে শিশিরের দেখা মিলতে পারে
এখন তো শিশিরের সময়
ঘাস সরাচ্ছি,জঙ্গল ভেদ করে চলেছি
শিশির কোথায়?এখন তো শিশিরের মাস...
গুমোট হাওয়া গায়ে লাগছে
আকাশ চাদরে ঢেকেছে মুখ
নোংরা মলিন একটা চাদর
ঘাসের উপর খুঁজে চলেছি শিশির
হঠাৎ করেই জল গড়িয়ে পড়ল গায়ে
তারপর ভিজতে লাগল শরীর
এরপর আর শিশির খোঁজা হয় নি
শিশির ভেসে গেছে আশ্বিন জলে...
No comments:
Post a Comment