আমি মেয়ে বলে!
আপরোজা খাতুন
আমার জন্মে খুশি হয়নি কেউই,মাকে অনেক কটু কথা শুনতে হয়েছিল,আমি মেয়ে বলে!
আনন্দের বদলে বুকে টেনে নিয়ে মা অঝোর ধারে কেঁদেছিল,আমি মেয়ে বলে!
আমার জন্মে কোনো মঙ্গলশঙ্খ বাজেনি,কোনো প্রদীপ জ্বলেনি,হয়নি কোনো মিষ্টি মুখ,আমি মেয়ে বলে!
নামকরা কোনো প্রতিষ্ঠানে নয়,পড়েছি পাড়ার স্কুলে, আমি মেয়ে বলে!
সন্ধ্যার পর খুব দরকার সত্ত্বেও বাইরে যাওয়া যাবে না,আমি মেয়ে বলে!
পড়ার অদম্য ইচ্ছে থাকলেও স্কুল পেরিয়ে কলেজের গন্ডিতে পা রাখলেও এগোতে পারিনি,আমি মেয়ে বলে!
বিয়ে নামক প্রথার নাম করে বিসর্জন দেবার আগে একবারও জানতে চাওয়া হয়নি আমার পছন্দ-অপছন্দ,আমি মেয়ে বলে!
সংসার,ঘরকন্না মেনে নিয়ে নিজের ইচ্ছে,স্বপ্ন,অস্তিত্বকে টুটি চিপে হত্যা করতে হয়, আমি মেয়ে বলে!
খিদে পেলেও সকলের খাওয়া শেষে এঁটোকাঁটা খেতে হয়,আমি মেয়ে বলে!
নিজের প্রিয়জনের কাছে যেতেও আমায় অনুমোদন পেতে হয়,আমি মেয়ে বলে!
বাপের বাড়ি,শ্বশুরবাড়ি এত বাড়ি সত্ত্বেও নিজের বলতে কিছুই নেই,আমি মেয়ে বলে!
দশমাস,দশদিন কষ্ট করে,প্রসবের অসহ্য যন্ত্রণা সহ্য করেও সন্তানের পরিচয় হয়না আমার নামে,আমি মেয়ে বলে!
পুরুষের শত আঘাত,অত্যাচার,নির্যাতন মুখ বুজে নীরবে সইতে হয়,আমি মেয়ে বলে!
জননী,কন্যা,প্রিয়সী,ভগিনী শত ভূমিকা পালন করেও সমাজের কাছে আমার ভূমিকা নগন্য,আমি মেয়ে বলে!
সত্যিই কি আমি এতখানি অবহেলার যোগ্য?আমি মেয়ে বলে!
No comments:
Post a Comment