Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জানালায় মুখোমুখি
    প্রনব রুদ্র

আমাদের জানালার ওপাড়ে
রাতের একা চাঁদ কাঁপা হাত বাড়িয়ে বলছে-  
একাকী যন্ত্রণা থেকে মুক্ত করে 
দাও ভালোবাসা 

স্তব্ধরাতে শূন্যতায় এলোমেলো ব্যথা
বাতাসে ছড়িয়ে জড়িয়ে পড়ে থাকে
প্রিয়তমহীন ভালোবাসা 

জীবনের দরকারি অনেকটা সময় অব্যবহৃতই, 
চোখের ফাঁক দিয়ে চলে গেল দ্রুত

চাঁদকে বাঁচাই কি করে!
এখন চাঁদ আর আমি জানালায় মুখোমুখি
বসে থাকি…

No comments:

Post a Comment