শারদ প্রভাতে
নন্দিতা কার্জী
বড্ড তোমায় মনে পড়ে আজ ৷
বসে বসে ভাবি, কতই রঙিন ছিল সেই সাজ ৷
আজ ভুলতে বসেছি —
তোমায়, আলো-আধারির মাঝে
সেই সাইকেলে চড়ে, পায়ে হেঁটে
যাওয়া হয়না আর বিসর্জনের মাঠে ৷
পড়ন্ত বিকেলে বেশ জুটিয়ে নিতাম বন্ধু কজন
ভুলে যেতাম আমরা নই কেউ আত্মীয়-স্বজন ৷
বাঁধ বিহীন আনন্দে, স্বাদ ছিল তার বেশ অষ্টমীর প্রসাদে
নবমীতেও গরম খিঁচুড়ি, বেশ ভালোই লাগতো কলার পাতে ৷
আজ নেই সারি বেঁধে মেলায় যাবার ঢল
এখন শুধুই শুয়ে শুয়ে ঘাঁটি স্মার্ট ফোন ৷
কেমন যেন তোমায় ভুলতে বসেছি প্রিয় শারদ...
হয়না এখন তোমায় নিয়ে আমার উচ্ছ্বাস পারদ ৷
সবেতেই ফাঁকা, শুধু মনে পড়ে —
কতই রঙিন চুড়ি কেনা হতো বাবার আঙুল ধরে ৷
তোমার জন্য তোর্ষা নদীর ধারে, কাঁশবনে
মুক্ত বিহঙ্গের ডানা মেলে উড়ে যেতাম আকাশে ৷
আজ সবই স্বপ্ন, প্রিয় শারদ...
এখন তোমায় আমি খুব মিস করি
যখন আমার কানে বেজে ওঠে —
মহালয়ার প্রভাতে,
"যা চন্ডী মধু কৈটভাদি দৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী..."
ইতি
অভাগিনী শারদ বঞ্চিতা
No comments:
Post a Comment