Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  নীরবের কান্নায় ভিজে যেতে থাকি 

                   তৈমুর খান 


নীরবের কান্নায় ভিজে যেতে থাকি 

ভেতরে ভেতরে যুদ্ধ হয় 

শব্দের বারান্দায় 

আমার নতুন হাসপাতাল 

অনুভূতিগুলি মসৃণ মুখের নার্স 

শুশ্রূষার স্পর্শে উজ্জীবন চাই 


যন্ত্রণারা ঘর-বাহির করে 

তাদের সঙ্গে কথা কই 

কত কথা অশ্রুর চিহ্ন বয়ে 

কার্তিকের পূর্ণিমার চাঁদ খুঁজে ফেরে 


সামাজিক পোশাক-আশাকে 

আড়াল করি ক্ষতগুলি 

হাসপাতালের জানালায় 

শুয়ে শুয়ে দেখি 

দিনের উজ্জ্বল পাখিগুলি ওড়ে 


যুদ্ধ হয় খুব 

ভেতরে ভেতরে আমিও আরোগ্য চাই

No comments:

Post a Comment