Saturday, October 31, 2020


 

 

 

 

 

 

 

 

পাহাড় ও নদী 
নবনীতা

তোমার আমার মাঝে ভালোলাগা যা কিছু আছে ,
তা একটা নদী হয়ে বয়ে যাক পাহাড়ের আঁকে বাঁকে ৷
আর যা কিছু খারাপলাগা ...
তা পাহাড় হয়ে জমে থাক ঐ নদীর ফাঁকে ফাঁকে ৷
নদী ছুঁয়ে যায় অনেক কিছু ....
পাহাড় ছুঁতে পারে না ৷
আমি একটা নীল পাহাড়ে দাঁড়িয়ে 
একটা পাংশু চাঁদের ক্ষত মেপে যাই রোজ ৷
সেই মুহূর্তের প্রেক্ষিতে
ভালো আর খারাপ যুগপৎ আটকে থাকে 
আমার ভাবলেশহীন চোখের তারায় ৷
স্তিমিত বিস্ময়ে আজকাল ঘোর জাগে ....
কুয়াশার কামড়ে ক্রমশ জটিল হয় পাহাড়ি রাস্তারা ...৷
নদীর গতি বাঁক নেয় 
আরও একটি পাহাড় ছোঁবে বলে ৷৷

No comments:

Post a Comment