Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 চলো লাটাগুড়ি

অনুনয় চ্যাটার্জি

মহালয়ায় সবার ছুটি, অসুবিধা নাই
পাঁচবন্ধুর হঠাৎ প্ল্যানে বেরিয়ে পড়া তাই।
গতেবাঁধা বদ্ধ জীবন সেদিন আগলছাড়া
সকাল সকাল রওনা হলাম, মিশন গরুমারা!

সবুজপথে ঝমঝমিয়ে ছুটল রেলগাড়ি
গোটা পথে সঙ্গ দিল নীল পাহাড়ের সারি।
গুলমা-সেবক-মাল পেরিয়ে চালসার গোলাই
দৌড়ে গিয়ে বাসে উঠি, লাটাগুড়ি যাই।

মাল স্টেশনে খেয়েছিলাম শিঙাড়া আর মুড়ি
নেওড়া মোড়ে পড়ল পেটে গরম গরম পুরি।
সঙ্গে এল প্লেটে করে ল্যাংচা আর চমচম
রসেবশে মাতিয়ে দিতে কেউ যায় না কম।
খেয়েদেয়ে ঢেঁকুর তুলে চেপে বসে গাড়ি
সবাই মিলে জমিয়ে দিলাম জঙ্গলে পারি।

এ ছবি যে বছর আগের, এখন যাব কোথায়?
ও করোনা, অনেক হল, এবার তো তুই আয়!

No comments:

Post a Comment