Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 আশা করি 

শিল্পাশ্রী রায়দে 

কামদুনি  থেকে মাটি তুলে আন
সে মাটি দিয়ে তৈরী হবে 
মায়ের দেহাবয়ব ;
বীরভূম থেকে  আনা সদ্য পোক্ত
বাঁশে গঠন হবে
পরিকাঠামো ;
সোনাগাঁছির মুঠো মাটিতে
আকাঁ হবে মুখশ্রী ;
ত্রিনয়ন--

চক্ষুদানের পর--
মা আমার মুখ তুলে  চাইবে
আবার  সুজলা-সুফলা-শস্যশ্যামলা হয়ে উঠবে
সমগ্র ভারতবর্ষ   ।।

No comments:

Post a Comment