সম্পর্ক
উমা শঙ্কর রায়
তুমি ভালো থাকলেই আমি ভালো
কি অকপট! নাকি অকপটতার আড়ালে
বিষ বাষ্প নিঃস্বরন
ছায়া বাঁচিয়ে পথ চলা
শুভেচ্ছার ফুলঝুরি ওয়ালে ওয়ালে
প্লাসটার খসা ইট আমায় দেখে হাসে
সম্মোহনের চুন সুরকি সুর্ সুর্ করে ঝরে
দেহ তত্বের গান শুনে মন ভাল করি
কি সম্পর্ক দেহ আর মনের?
No comments:
Post a Comment