জীবন ও স্মৃতি
রবীন বসু
অনন্তকে ছুঁয়েছিল কেউ
হাত রাখছে তারার গায়ে
শূন্যতা দূরত্ব মেপে দেখে
আবহ প্রণাম রাখে পায়ে।
যতদূর তুমি চলে যাও
আমি হাত পাতি অসহায়
বিচ্ছেদ ভয় নিয়ে আকাঙ্ক্ষা
যদি ফিরে আসে পুনরায়।
যদি পিঁড়ি পাতে দিনমান
অতিথি আসবে ঘরে ঠিক
যত না উড়তে থাকে ভয়
আগ্রহ তাকেই খুঁজে নিক।
এই তো যাকেই ধরে আছি
সে নিয়েছে বিদায় আগেই
তবুও অনন্ত শুয়ে আছে
আমি হাঁটছি আগেভাগেই।
ভ্রমণের নেশা জাগে দেখি
স্মৃতি নিয়ে আমি আছি স্থির
জীবন কতটা ছোঁয়াছুঁয়ি
হয়তো বা সবটাই অস্থির।
No comments:
Post a Comment