আশ্বিন এলে পূজা আসে
মজনু মিয়া
চারিদিকে টইটম্বুর জল
খাল বিল নদী নালা,
আশ্বিন মাসে পূজার তরে
সাজায় ফুলের ডালা।
মন্দির মন্দির পূর্তি বসায়
ভজে আসন দিয়ে,
মানুষ জন আর ভক্তকূলের
ভালোবাসা নিয়ে।
নিয়ম নীতির আদি আইনে
সময় এলে শেষে,
হাসি কান্নার হামধুম করে
বিদায় পূজার বেশে।
No comments:
Post a Comment