Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জীবনের নৌকা
রুদ্র সান্যাল

সাগরের জলের লোনা স্বাদ,
আমাকে পিপাসু করে তোলে আরো বেশি।
আকাশে সূর্যের সোনালী তেজ লবনাক্ত শরীরের  
ঘাম কে আরো বেশি করে জাগিয়ে তোলে, 
ক্লান্তিকর এক অপ্রাপ্তির প্রত্যাশার পারদ কে।

জীবনের নৌকায়  নিঃসঙ্গ পথিকের মতো, 
ঘুরতে থাকি আমি।
অন্ধকার রাতে সাগরের কালো জলের
অতল স্পর্শে, এক অপার্থিব কাব্যিক অনুভূতির অনুরণন সৃষ্টি করে।

নিঃসঙ্গ কালো অন্ধকার রাতে জীবনের নৌকায়,
একলা শুয়ে নিজেকে ভাবতে থাকি পুতুল নাচের পুতুলের মতো!
অন্যের সুতোর প্যাঁচে নাচতে থাকি আমি, 
জীবনের খেলা ঘরে পুতুল হয়ে শুধু নেচে যাই।

কেউ কথা রাখে, কেউ কথা রাখে না!
অপ্রাপ্তির চেতনায় গ্রাস হয়ে যেতে থাকে মন।
জীবনের নৌকায় বয়ে যায় নিঃসঙ্গ জীবন।
জীবন চলে জীবনের ছন্দেই। 
নৌকা চলতে থাকে একা একাই।

তবুও স্বপ্ন দেখি নতুন প্রত্যাশার।
যদি পাওয়া যায় কিছু আশার আলো।
তাই প্রত্যাশার পারদে জীবনের নৌকায় 
সাগর ভ্রমণ করি।
আশা নিরাশার মাঝে নিঃসঙ্গ পথিক আমি।

No comments:

Post a Comment