Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুর্গাপুজো 
তৃণা মুখার্জী
 
সামনে পুজো আসছে বলে, পড়াশোনা গেলাম ভুলে।
তাইনা দেখে মা যে আমায়, দিলো কানটা মুলে। 
স্কুলেতে অনেক পড়া, পরীক্ষাও আর হয়না শেষ। 
স্কুল খুললেও রয়ে যাবে দুর্গাপুজোর রেশ।
 এবার পুজোয় আসবে আমার ভাই আর মামা।
বাবা আনবে বর্ধমান থেকে সুন্দর সুন্দর জামা।
মা আসবেন আর আসবেন মায়ের চার সন্তান। 
তুষ্ঠ হলে তারা সবাইকে একে একে বর দেন। 
পুজোর ক'দিনের বিবরণ বলি এবার শোনো ।
কোন দিনে, কি হয় ,সেটা ভুলো না যেন ।
সপ্তমীতে ঘট আনা আর অষ্টমীতে লাউ বলী।
নবমীতে যাত্রাপালা , দশমীতে মা বলেন চলি।
পুজোর পরে শুরু হবে, আবার নতুন পড়া।
 একটা ঠাকুর বিসর্জন আর অন্য ঠাকুর গড়া।
মা চলে গেলেও ,মায়ের স্মৃতি মনে রবে।
তাই আমরা সবাই বলি............
আসছে বছর আবার হবে।

No comments:

Post a Comment