আশ্বিনে আর
মাথুর দাস
আশ্বিনে আর সে সীন্ নেই, ঢ্যাম্ কুড়্ কুড়্ বাদ্য
বাজবে নাকি বাজবেই না সেটাই প্রতিপাদ্য ;
কাশ ফুটেছে মাঠে ঘাটে নদীর চরে জলায়,
সাদায় সাদা রঙ ছড়ানো শিউলি গাছের তলায় ।
চলায় বলায় শুনছি নাকি হতেই পারে পূজা,
বছর পরে বাপের বাড়ি আসবে দশভুজা ;
কিন্তু এবার অন্য যে দিন বন্য সে এক ভাইরাস,
মানুষ মেরে তুলকালাম কারো হাতেই নাই রাশ ।
মা দুর্গাও নেবে কি ঝুঁকি এই অসময় আসতে,
করোনা-করুণ পরিবেশে সপরিবারে ফাঁসতে ?
নাইবা থাকুক প্যান্ডেল আর ভীড়ভাট্টার মাঠ,
জমজমাটি আড্ডা আর হরেক দোকানপাট ;
তবুও পূজা দেখব ঠিকই নেটে ফোনের সেটে,
কিম্বা ঘরে মাউস ক্লিকে কম্পুটারও ঘেঁটে ।
No comments:
Post a Comment