Monday, December 22, 2025


 

বাঁচতে চাই

রীতা মোদক


আমার নিভন্ত দীপের সলতে টা 
একটু উস্কে দাও
আমার চোখের চারপাশে
সবুজ পাতাগুলো কেমন জানি 
বিবর্ণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে.. 
আমার বিবর্ণ প্রায় গাছে,
আমার শুষ্ক মাটিতে,
একটু জল দাও...
হাড় কাঁপানো শীতের রাতে
আমার ক্ষয়িষ্ণু শরীরটা --
একটু আগুন চায়।
আমার নিভন্ত দীপে একটু তেল দাও
 আমার জীবন দীপের সলতে টা 
একটু উস্কে দাও।
আমি সবুজ হতে চাই
তোমাদের মাঝে আমি
আরো কিছুকাল বাঁচতে চাই....

(ছবি- শৌভিক রায়) 

No comments:

Post a Comment