একটি শীতের বিকেল
রেবা সরকার
চড়াই উৎরাইয়ের পথের বাঁকে দাঁড়িয়ে থাকা একটি সাদা গাড়ি।
বরফ পথ আটকে আছে
গাড়ি থেকে নেমে এসেছে পর্যটকেরা।
আমিও নেমে পড়েছি প্রকৃতি রূপের টানে।
এতো ভয়ংকর রূপের টান কুয়াশা-মুখ।
থমকে যাওয়া পথে মনে পড়ে...
বিকেলের নরম আলো, গ্রামের রাস্তা,
আল পথে সাইকেলের চাঁকা বসে যাওয়া,
গদাধর নদী ছুঁয়ে পাকা ধানক্ষেত।
মাইলের পর মাইল দুচোখ জড়িয়ে থাকা নকশিকাঁথা।
পরিচিত শীতকাল
উলের টুপির অন্তস্থলের উষ্ণতা
অথচ, তাকিয়ে থাকলে ভাষাহীন।
(ছবি- শৌভিক রায়)
No comments:
Post a Comment