কুয়াশা বনাম ক্রিকেট
উদয় সাহা
ভোরের কোমল অনুত্তেজনা। কিন্তু আমরা ছুঁয়েছি উত্তেজনার সিলিং। আলস্য যে নেই, তা নয়। কুয়াশা নামলে পৃথিবীর রঙ যেন অপার্থিব হয়ে যায়। একটা মায়া-ম্যাজিকের আবহ। আকাশ তখনো পুরোপুরি জাগেনি, আলো ঠিক মতো ধরেনি মাঠের ঘাসে, অথচ আমরা জেগে উঠি। ক্রিকেটের প্রতি টান আমাদের ঘুম ভাঙায়, আর সেই টানেই আমরা ছুটে যাই ভেজা পিচের দিকে—যেখানে প্রতিটি সকাল যেন নতুন করে শেখায় অধ্যবসায়ের অর্থ।
মাঠে পা রাখলেই কুয়াশার স্নিগ্ধ কার্পেট। ঘাসের ডগায় জমে থাকা শিশিরে জুতো ভিজে যায়। মনে হয় প্রকৃতি যেন আমাদের গ্রাউন্ডস্ ম্যান। কখনো পিচ এতটাই ভেজা থাকে যে বল হাতছাড়া হয়ে যায়, আবার কখনো পুরো সবুজে নরম কাদা এঁকে বসে থাকে এক অচেনা পথ। তবু এই ভেজা, ধূসর সকালগুলোই আমাদের সবচেয়ে কঠোর পরীক্ষা নেয়। আমরা তৈরি হই আসন্ন কঠিন লড়াইয়ের জন্য ; রোদেলা বিকেল নয়, অনিশ্চিত ভোরের সঙ্গে সখ্য গড়ে ওঠে আমাদের।
প্রিয় ভোর, সকালের পোশাক পরে নিতে নিতে এক নতুন বর্ণমালা তৈরি হয়। কুয়াশার ফাঁকে ফাঁকে সকালের আলো চুঁইয়ে পড়ে ব্যাটের গায়ে, বোলারের দৌড়ে তৈরি হয় হালকা কুয়াশার রেখা, উইকেটের পাশে দাঁড়িয়ে আমরা শুনি বলের মৃদু থুপথাপ শব্দ—যেন মাঠ প্রতিদিন একই ছন্দে আমাদের ডাক দেয়। মাটির পিচে স্কিড করা বল, দৌড়ানোর শব্দ, মাঝে মাঝে উদ্দীপনার চিৎকার—সব মিলিয়ে ভোরের এই মাঠ হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে বড় ক্লাসরুম।
মাঠ হারিয়ে যাচ্ছে৷ হারিয়ে গেছে হিম সকালে আমাদের সেইসব অনুশীলনের দিন। কিন্তু মনে পড়ে, ভেজা মাঠে আমাদের রিফ্লেক্স যাচাই হ'ত। কুয়াশার আড়ালে দাঁড়িয়ে আমরা শিখেছি কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের ফোকাস ধরে রাখা কতটা জরুরি। ভেজা পিচে স্লিপ করার ভয় থাকে, তবু প্রতিটি বল ফেস করতে গিয়ে আমরা নিজেদের আরও মজবুত করে তুলি। ভোরের ঠান্ডা আর কুয়াশার আস্তরণেও যে দৃঢ়তা জন্মায়, পরে সেই অনুভূতি আর বোধ আমাদের পরবর্তী প্রতিটি ম্যাচের ভিত গড়ে দেয়। ভালো আর নিখুঁত হবার তফাত শেখায়।
আমরা যখন অনুশীলনের শেষে, সূর্য তখন ব্রেকফাস্ট করছে আকাশে। কুয়াশা শীর্ণ। মাঠের সবুজ আরও প্রাণবন্ত। আমরা ফিরে যাই ঘামে ভেজা শরীর নিয়ে, কিন্তু মন ভরপুর শক্তিতে। কারণ জানি—পরের ভোরেও একই কুয়াশা, একই ভেজা পিচ, একই মাঠ আমাদের অপেক্ষায় থাকবে। আর আমরা—আমরাও প্রস্তুত থাকব, কারণ এটাই আমাদের প্রতিদিনের সাধনা, আমরা প্রিয় নেশার পথে অবিচল। হায় প্রিয় নেশা !
No comments:
Post a Comment